মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে উত্তোলনকৃত বালু ভারী যানবাহনে পরিবহনের ফলে একটি গ্রাম্য রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর ও রসুলপুর গ্রামের আলী হোসেন, তাহের মিয়া, নুর মিয়া, ইদ্রিস আলী সহ কয়েকজন ব্যক্তি গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গতকাল বোরবার বিকালে লিখিত এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের মুতি মিয়ার ছেলে তারা মিয়া তার কয়েকজন সহযোগী নিয়ে রসুলপুর গ্রামের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর সহ বিভিন্ন ভারী যানবাহনে করে বালু পরিবহনের ফলে সুলতানপুর রসুলপুর ভায়া গোবিন্দপুর গ্রাম্য এ পাকা রাস্তাটির ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে করে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ৮/১০ হাজার জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এখনই বালু ভর্তি ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রনে না আনলে আগত বর্ষা মৌসুমে রাস্তাটি জমির সাথে মিশে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।