স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে জঙ্গী হামলার প্রতিবাদে আজ জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (শিরিষ তলায়) এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-গ্রন্থা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। উক্ত সভা ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করার জন্য জেলা যুবলীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।