ম্যানচেষ্টার, যুক্তরাজ্য প্রতিনিধি ॥ চ্যারিটি সংগঠন ‘দ্যা ইন্সপায়ার ফাউন্ডেশন’ এর আয়োজনে ঈদ পরবর্তী এক আনন্দ সভার মধ্যে দিয়ে কমিউনিটির সর্বস্তরের লোকজনের মিলন মেলায় পরিনত হয়। সোমবার ম্যানচেষ্টারের স্টকফোর্টের একটি রেষ্টুরেন্টে কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মান্নান খাঁেনর সভাপতিত্বে এবং তরুণ সংগঠক জাফর আহমেদ এর প্রানবন্ত উপস্থাপনায় ঈদ পূর্নমিলনী অনুষ্টানে লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক, লেখক ফখরুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শেফালী ফারুক। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইন্সপায়ার ফাউন্ডেশন এর চেয়ারপার্সন আব্দুল মতিন। সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বরোপ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সলফড বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল হান্নান, বাবুল চৌধুরী, কামাল হোসেন, আব্দুল হামিদ, কাউন্সিলর ফারুক আহমেদ, শাহ মুনিম, এমদাদুর রহমান এমাদ, সাংবাদিক তৈয়ুবুর রহমান শ্যামল, আব্দুল হক প্রমুখ। সভাশেষে সংবর্ধিত ব্যক্তি ফখরুল আলম এর হাতে ইন্সপায়ার ফাউন্ডেশন এর নেতৃবৃন্দরা ক্রেষ্ট তোলে দেন। অনুষ্টানের ২য় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেন বার্মিংহামের জনপ্রিয় কন্ঠশিল্পী রোজি সরকার। সবশেষে আনন্দঘন পরিবেশে নৈশ্যভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে। অনুষ্টানে ম্যানচেষ্টার, ওল্ডহাম, লিভারপুল, মার্সিসাইড, হাইড, রচডেল সহ বিভিন্ন স্থান থেকে কমিউনিটির সর্বস্তরের নেতস্তৃন্দ উপস্থিত ছিলেন।