স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাসপাতালে মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে। মান্না দে’র গাওয়া “মানুষ মানুষের জন্য” গানটি মানুষের হৃদয়কে স্পর্শ করলেও হবিগঞ্জ হাসপাতালের ২য় তলার বারান্দায় ৭দিন ধরে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির আকুতি কারো হৃদয়গ্রাহ্য হয়নি। বিনা চিকিৎসায় বারান্দায় পড়ে রয়েছেন ওই ব্যক্তিটি। সহযোগীতায় কেউ এগিয়ে আসছেনা। হবিগঞ্জ হাসপতাল কর্তৃপক্ষই-বা কি করছে? তা-হলে ওই গানটি কি শুধুই গান? পত্রিকার খবরে প্রকাশ, ওই লোকটির চিকিৎসা দুরের কথা, তাকে খেতেও দেয়া হচ্ছেনা। দিন দিন তিনি দুর্বল হয়ে ইশারা ইঙ্গিতে কথা বলছেন। হবিগঞ্জ শহরে বিভিন্ন নামে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন রয়েছে, রয়েছে মানবতাবাদী সংগঠন। কিন্তু কোন সংগঠনকে এগিয়ে আসতে দেখা যায়নি। অথচ বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন মানবতার বক্তৃতা শুনি তখন হাততালি দেই। ওই লোকটি যদি প্রশ্ন করে মানবতাবাদীরা কোথায়? তাহলে কি জবাব দেয়া হবে তাকে। তবে কি বলতে হবে মানবতার বুলি, শুধু কথার জালে বন্দি?
খবরে প্রকাশ, গত ১২জুলাই কে বা কারা অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে সটকে পড়ে। হাসপাতালের লোকজন অজ্ঞাত হিসেবে তাকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডের বারান্দায় রাখে। এরপর থেকে তিনি ওই স্থানেই পড়ে আছেন। চিকিৎসাতো দুরের কথা, না খেয়ে তিনি হাসপাতালের বারান্দায় পড়ে থাকলেও তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ ওই ব্যক্তির কোন স্বজন না থাকায় ওই ব্যক্তি বিছানার মাঝে মল ত্যাগ করছেন। ফলে দুগর্ন্ধে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে কোন খাবার না দেয়ায় তিনি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন। কথা বলতে না পেরে আকার ইঙ্গিতেই বুঝানোর চেষ্টা করছেন। গতকাল রাত ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই লোকটিকে হাসপাতালের বারান্দায় একটি স্যালাইন লাগানো অবস্থায় দেখা গেছে।