প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ সোমবার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশ্নে জুলুছ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় হবিগঞ্জ পৌর মাঠ প্রাঙ্গন থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঐতিহাসিক জশ্নে জুলুছ শুরু হবে। উক্ত জশ্নে জুলুছ বিগত ২ যুগের ও অধিক সময় ধরে হবিগঞ্জ শহরে উদযাপিত হয়ে আসছে। এই ঐতিহাসিক জশ্নে জুলুছে হবিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের সকল সুন্নী জনতার অংশগ্রহনের মাধ্যমে সফল করার জন্য আহবান জানানো হচ্ছে।