আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ফলপ্রসু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ঐতিহাসিক তেলিয়াপাড়া ডাকবাংলোতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈঠক অনুষ্টিত হয়। বিজিবি শ্রীমঙ্গল এবং বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের মধ্যে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মোঃ জাকির হোসেন পিএসসি এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি যথাক্রমে শ্রী ডি কে শর্মা ও শ্রী রাজিব সিনহা। বৈঠকে দু-দেশের সীমান্তের বিভিন্ন সমস্যাদি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ অবৈধভাবে সীমান্ত রেখা অতিক্রম করার ব্যাপারে নজরদারী বাড়ানো এবং ভারতীয় ও বাংলাদেশী জঙ্গিসংগঠনের সদস্যরা সহজে সীমান্ত অতিক্রম করে এক দেশ হতে অন্য দেশে যাতে গমনাগমন করতে না পারে সে বিষয়ে একমত হন। এছাড়াও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে নিয়মিত প্রীতি ফুটবল/ভলিবল ম্যাচ আয়োজন করার বিষয়ে একমত হন। বৈঠকে বিজিবির পক্ষ হতে ধলাই নদীর মোকাবিল নামকস্থানে তীর সংরক্ষণমূলক কাজ তরান্বিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ফেন্সিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় কঠোর নজরদারী বাড়ানোর জন্য বিএসএফকে অনরোধ জানানো হয়। উভয় দেশের সীমান্ত এলাকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে বিজিবি এবং বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক এবং যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষন করেন। বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়ান সমূহের অধিনায়কগণ এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ অংশগ্রহন করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মোঃ জাকির হোসেন পিএসসি এবং ভারতের বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি যথাক্রমে শ্রী ডি কে শর্মা ও শ্রী রাজিব সিনহা।