সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মাধবপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৪৬০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ফলপ্রসু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ঐতিহাসিক তেলিয়াপাড়া ডাকবাংলোতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৈঠক অনুষ্টিত হয়। বিজিবি শ্রীমঙ্গল এবং বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের মধ্যে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মোঃ জাকির হোসেন পিএসসি এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি যথাক্রমে শ্রী ডি কে শর্মা ও শ্রী রাজিব সিনহা। বৈঠকে দু-দেশের সীমান্তের বিভিন্ন সমস্যাদি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ অবৈধভাবে সীমান্ত রেখা অতিক্রম করার ব্যাপারে নজরদারী বাড়ানো এবং ভারতীয় ও বাংলাদেশী জঙ্গিসংগঠনের সদস্যরা সহজে সীমান্ত অতিক্রম করে এক দেশ হতে অন্য দেশে যাতে গমনাগমন করতে না পারে সে বিষয়ে একমত হন। এছাড়াও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে নিয়মিত প্রীতি ফুটবল/ভলিবল ম্যাচ আয়োজন করার বিষয়ে একমত হন। বৈঠকে বিজিবির পক্ষ হতে ধলাই নদীর মোকাবিল নামকস্থানে তীর সংরক্ষণমূলক কাজ তরান্বিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ফেন্সিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় কঠোর নজরদারী বাড়ানোর জন্য বিএসএফকে অনরোধ জানানো হয়। উভয় দেশের সীমান্ত এলাকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে বিজিবি এবং বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক এবং যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষন করেন। বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়ান সমূহের অধিনায়কগণ এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ অংশগ্রহন করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মোঃ জাকির হোসেন পিএসসি এবং ভারতের বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি যথাক্রমে শ্রী ডি কে শর্মা ও শ্রী রাজিব সিনহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com