সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে বক্তারা ॥ সকল রকম জঙ্গী ও উগ্রপন্থার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যারা ধর্মের নামে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে জিম্মি করে নির্বিচারে হত্যা করছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারে না। কোন ধর্মই এরকম নৃশংস হত্যাযজ্ঞ সমর্থন করে না। তারা মানবতার শত্র“, স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্র“। আজ সময় এসেছে দল-মত-ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে এদেরকে রুখে দাঁড়ানোর। দেশের এই চরম সংকটময় মুহুর্তে সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল রকম জঙ্গী ও উগ্রপন্থার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ শহরস্থ আরডি হল প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। জোটের জেলা শাখার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দেশব্যাপী ইমাম-পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু-ধর্মযাজক, উন্নয়ন সহযোগি, লেখক-প্রকাশক হত্যা, গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন, কবিতা আবৃত্তি, নৃত্য, গণসঙ্গীত ও প্রতিবাদ সভায় হবিগঞ্জের বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশের পূর্বে এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, খোয়াই থিয়েটার, সুন্দরম, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র, বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, শিশু সংকেত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বর্ণমালা খেলাঘর আসর, আপনজন, জেলা আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, জাতীয় কবিতা পরিষদ জেলা শাখা, বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ, হবিগঞ্জ বাউল কল্যাণ ফেডারেশন, রোটারি ক্লাব অব হবিগঞ্জ, চুনারুঘাট সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, দেশ নাট্যগোষ্ঠী, প্রতিভা সামাজিক সাংস্কৃতিক শিক্ষা সমন্বয়সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, কবিতা পরিষদ জেলা শাখার সভাপতি প্রাবন্ধিক এম এ রব, নজরুল একাডেমি জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি, বর্ণমালা খেলাঘর আসরের সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, হবিগঞ্জ বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি আতাউর রহমান সেলিম, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডঃ হুমায়ুন কবীর সৈকত, যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েসনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, চুনারুঘাট সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিদ্যুৎ পাল, সামাজিক সংগঠন আপনজন এর সভাপতি মোঃ আব্দুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, আউশকান্দি কলেজের সহকারি অধ্যাপক শাহিনা হক, বিএমএ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জের সংগঠক হুমায়ুন খান, তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা শাখার যুগ্ম সম্পাদক এডঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সংগঠক অপু চৌধুরী, স্টুডেন্ট ফর ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি আব্দুর রকিব রনি প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব হবিগঞ্জের সভাপতি বাদল রায়, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, সঙ্গীতশিল্পী মোজাম্মেল হক বাবুল, নাট্যকার রুমা মোদক, খোয়াই থিয়েটারের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সহ-সভাপতি সিদ্দিকী হারুন, প্রাকৃতজনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, শিশু সংকেতের সভাপতি সৈয়দ বাকী ইকবাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ তুহিন, পার্থ সারথি রায়, সৈয়দ হাসান ইমাম শাকিল, জুবায়েদ হোসেন, সুকান্ত গোপ, প্রমথ সরকার, রাসেল, নীরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন গৌরী রায়। সঙ্গীত পরিবেশন করেন বাউল সবুজ মিয়া, কাজল গোপ, মানিক শাহ ও প্রভাকর দাস। নৃত্য পরিবেশন করে প্রবীর ও তার দল এবং পপি সরকার। যন্ত্রানুষঙ্গে ছিলেন স্বরাজ কান্তি দাস, সুবীর রায়, দীপ্ত রায় ও বিলাল।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ও বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com