স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে যুবলীগ কর্মী সালাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী শামীম আহমেদ (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের আব্দুন নুরের পুত্র। গতকাল সোমবার বিকালে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ নিজামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সম্প্রতি ওই গ্রামে নির্বাচনী ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয় যুবলীগ কর্মী আব্দুস সালাম।
এ ব্যাপারে আব্দুস সালামের ভাই নবনির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন তাজসহ ৪৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এ মামলায় শামীম এজাহারভুক্ত আসামী। এতদিন সে আত্মগোপনে ছিল। রবিবার এ মামলার অন্য আসামী ছুরত আলীর পুত্র আশিক মিয়াকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়।