প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট এর উদ্যোগে স্থানীয় সরকারের কার্যক্রমকে গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দারিদ্র বিমোচনসহ বিভিন্ন কার্যক্রমের উপর সেমিনারে অংশগ্রহন করতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরীকে মনোনিত করা হয়। সে প্রেক্ষিতে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী গতকাল সোমবার দুপুরে দেশ ত্যাগ করেছেন। তিনি ১০ দিনের সফরে ইন্দোনেশিয়া, মালেশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সেমিনারে অংশ নেবেন। সাথে তাঁর সহধর্মিনী নুসরাত মাহমুদ চৌধুরী সফর সঙ্গী হিসেবে রয়েছেন। তিনি সময় স্বল্পতার কারনে সবার সাথে দেখা করে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। আগামী ২৯শে জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।