স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাজি চেরাগ আলী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ সিদ্দিক আলী। নির্বাহী সদস্য ডাঃ মোঃ জিতু মিয়া এবং প্রভাষক রুখসানা আক্তার লিনার পরিচালনায় বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ আব্দুল মোক্তাদির, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ আহছান উল্লা, রিচি ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাজী মোঃ আরব আলী, রজব আলী মেম্বার, হাজী মোঃ জিতু মিয়া, নূরুল আমিন সামছু, দিদার আলী মাষ্ঠার,আব্দুর রাজ্জাক, লাল মিয়া, প্রভাষক শরীফ উদ্দিন খান, কলেজ ছাত্র মোঃ শাহীন মিয়া ও ছাত্রী জাহানারা আক্তার প্রমূখ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে সকাল ১১টা থেকে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।