বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার অডিটরিয়ামে মহিলা সদস্যা ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লা তফন, রির্টার্নিং অফিসার হোসেন শাহ। একই দিন বিকেল ৪টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের নব নির্বাচিত ৭ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম।