স্টাফ রিপোর্টার ॥ সাজাঁপ্রাপ্ত পলাতক আসামী জাহির মিয়া (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের এবাদত উল্লার পুত্র। হবিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় জাহির মিয়া গ্রেফতার এড়াতে দৌড়ে খোয়াই নদীতে ঝাপ দেয়। পরে সেখান থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, ’৯২ সালের একটি মামলায় জাহির আদালত থেকে ৬ মাসের সাজাঁ প্রাপ্ত হয়। এরপর থেকে জাহির পলাতক ছিল।