স্টাফ রিপোর্টার ॥ গত শনিবার গণমাধ্যম বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও এলজিজেএফ সিলেট জেলার আয়োজনে এমএমসি’র প্রশিক্ষণ কক্ষে বার্তা সম্পাদকদের পরামর্শ সভায় গ্রাম আদালতের সুফল স্থানীয় পত্রিকার মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিষয়টি গুরুত্ব পায়।“ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা” শীর্ষক পরামর্শ সভায় একথা উঠে আসে।
দৈনিক পুণ্যভূমি’র বার্তা সম্পাদক আ. ফ. ম সাঈদের সভাপতিত্বে ও এমএমসি’র আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক মুকিত রহমান, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক কাজিরবাজার’র বার্তা সম্পাদক সোয়েব বাসিত, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক ও এলজিজেএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক সজল, দৈনিক সিলেট সংলাপ এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক রেজাউল হক ডালিম ও সাপ্তাহিক সিলেট প্রান্তর বার্তা সম্পাদক ¯েœহাংশু ভট্টাচার্য। এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি সেলিম আউয়াল।
সভায় বক্তারা বলেন, সরকার গ্রাম আদালত প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আইনী জটিলতা লাঘবের চেষ্ঠা সফল করতে হলে গ্রাম আদালতের সুফল জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিচারকার্য পরিচালনাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের যথার্যথ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষক বিচারক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত প্রতিষ্ঠা সরকারের একটি যুগন্তকারী পদক্ষেপ। বর্তমানে তার পুরোপুরি বাস্তাবায়নের জন্য প্রয়োজন প্রত্যাক ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় লোকবল। তারা বলেন, কিছু কিছু এলাকাই গ্রাম আদালত চালু হলেও এখনও অনেক ইউনিয়ন পরিষদের লোকবলের অভাবে গ্রাম আদালত পূর্ণতা পাচ্ছে না।