চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিলাম ছাড়াই সরকারী গাছ কাটার নির্দেশ দিলেন উপজেলা সমবায় অফিসার। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ১১ টায় চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন অফিসের সামনে। খবর পেয়ে আহম্মাবাদ ইউপির চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সন্জ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে গাছ কাটতে আসা লোকজন চলে যায়। এ ঘটনায় আহম্মাবাদ ইউনিয়নে প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় বিস্মিত ও হতভম্ব এলাকাবাসী।
জানা যায়, চুনারুঘাট উপজেলা সমবায অফিসার এমরানুল হক দুমাস র্পূবে একটি ভূঁইফোর সমিতির নামে ইউপি সমবায় ভবন ব্যবহারের অনুমতি দেন। এরই মধ্যে সমবায় অফিসারের সাথে গোপন আতাত করে ভবনটির একটি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্ঠা করেন কতিপয় যুবক। এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার এমরানুল হকের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, গাছটি কাটার জন্য মৌখিক নির্দেশ দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু জানান, এই জমি আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের। সরকারী নীতিমালা অনুযায়ী গাছ কাটতে হবে। কিন্ত সমবায় অফিসার নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি ভূঁইফোর সমিতির নামে জমি,ভবন ব্যবহার ও গাছ কাটার অনুমোদন দিয়েছেন জেনে আমি বিস্মিত হয়েছি। তিনি বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। এ ব্যাপারে উপজেলা নিবাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানান, নিলাম ছাড়া সরকারী কোন সম্পত্তি বিক্রি বা কাটা নিষেধ। কেউ গাছ কাটলে ব্যবস্থা নেয়া হবে।