স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাদকাশেরা গ্রামে এক মাস মেয়াদী পোষাক তৈরীর উপর যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে সনদপত্র বিতরনী অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী বলেছেন, চাকুরীর জন্য দেশ-বিদেশে ঘুরতে হবে না। প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই ক্ষুদ্র শিল্প গড়ে তুলুন। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘরে ঘরে শিল্প গড়ে তুলতে চায় বলেই গ্রামে গ্রামে প্রশিক্ষণ কোর্স করানো হচ্ছে। তাই অতিসহজে বেকার নারীরা সেলাইসহ নানা বিষয়ের উপর প্র্রশিক্ষণ নিতে পারছে। নারীরা ও উৎসাহিত হয়ে শিল্প গড়ে তুলতে এগিয়ে আসছে। এমপি কেয়া চৌধুরী বলেন, চিন্তার কারণ নেই। যেখানে বেকার নারী সেখানেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত সনদপত্র বিতরণকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাম নিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদসহ আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার তৃণমূল লোকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এমপি কেয়া চৌধুরী প্রশিক্ষণ নেয়া বেকার ৩০ নারীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।