মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাত সর্দার এরশাদ আলীকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে থানার এস আই মমিনুল ইসলাম ও এএসআই আবুল কাশেম বিপুল সংক্ষক পুলিশ নিয়ে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। আটক এরশাদ আলী উপজেলার রাজনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্বে হত্যা, ডাকাতি, নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় প্রায় ১০/১২টি মামলা রয়েছে।