রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ আজ সোমবার মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ৯৯জন নব নির্বাচিত ইউ/পি সদস্য, ৩৩ জন মহিলা সদস্য এবং ১০ জন চেয়ারম্যানের শপথ অনুষ্টিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্য ও মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এবং বিকাল সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা প্রশাসককের সম্মেলন কেন্দ্রে ১০জন চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক সাবিনা আলম। হাই কোডে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান সাহাবউদ্দিন আহম্মেদের শপথ গ্রহনে নিষেদ্বাজ্ঞা থাকায় তিনি শপথ গ্রহন করবেন না।