স্টাফ রিপোর্টার ॥ গ্রামের জনগণের বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্বল্প সময়ে ও কম খরচে ছোট খাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরো সক্রিয় করার লক্ষ্যে ক্ষমতা বাড়ানো হয়েছে। অপরদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ গ্রাম আদালতের সুফলও সক্রিয় করতে হলে জনবল বৃদ্ধির দাবী করছেন।
প্রকাশ, জাতীয় সংসদ গ্রাম আদালত (সংশোধন) আইন ২০১৩ পাশ হলে গত ২৫ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়। সংশোধিত আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবের গত ৬ নভেম্বর স্বাক্ষরিত নির্দেশনা সহ গেজেট কপি গত সপ্তাহে দেশের সকল ইউনিয়ন পরিষদে পৌছানো হয়। নির্দেশনা পত্রে গ্রাম আদালত (সংশোধন) আইন ২০১৩ উল্লেখ করে বলা হয়েছে
(১) গ্রাম আদালতের এখতিয়ার ২৫ হাজার এর পরিবর্তে ৭৫ হাজার টাকায় বৃদ্ধি (২) নাবালক ও কোন নারীর স্বার্থ জড়িত থাকলে গ্রাম আদালত গঠনে সংশ্লিষ্ট পদ্বয় থেকে ১ জন অবশ্যই নারী হবেন (৩) গ্রাম আদালত কর্তৃক ডিক্রীকৃত অর্থ বা জরিমানা সার্টিফিকেট মামলার পরিবর্তে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আলোকে অর্থ আদায় বিধান কার্যকরী হবে (৪) মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে (৫) জারীকৃত সমন অমান্যের দন্ড ৫ শত এর পরিবর্তে ১ হাজার টাকা (৬) গ্রাম আদালত অবমাননার ৫ শত এর পরিবর্তে এক হাজার টাকা জরিমানা করতে আইনে বলা হয়েছে।
গ্রাম আদালত (সংশোধন) আইন ও মন্ত্রনালয়ের নির্দেশনা বিষয়ে হবিগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন-সরকারের মহৎ উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন এবং বিচারিক সেবা দিতে হলে প্রতি ইউনিয়ন পরিষদেতে অনুমোদিত শুন্য পদ সহকারী কাম একাউন্টেন্ডকে নিয়োগ দিয়ে এক মাসের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শেষে অতিরিক্ত (পেশকার) দায়িত্ব দেয়া যেতে পারে।
তিনি বলেন, গ্রাম আদালতের চেয়ারম্যান ও সদস্যদের বিচারিক ভাতা এবং আদালত কর্তৃক ডিক্রীকৃত অর্থ বা জরিমানা আদায়ের সংক্ষিপ্ত কঠোর পদ্ধতি প্রয়োগের বিধান হলে আদালত সুদৃঢ় ও টেকসই হবে। অন্যদিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ এর পঞ্চম তফসিল (ধারা ৮৯) বর্ণিত “ইউনিয়ন পরিষদের অধীন বিবেচ্য ৫৪টি অপরাধ সমূহ” বিচারিক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা দেয়া হলে গ্রাম গ্রামান্তরের অর্ধেক অপরাধ ও সমস্যা কমে যাবে বলে চেয়ারম্যান মোহ্ম্মাদ আলী মমিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও তিনি জানান গ্রাম আদালতে ফৌজদারী আওতায় দন্ডবিধির ধারা ৩২৩, ৪২৬, ৪৪৭, ১৪৩, ১৪৭, ১৪১, ১৬০, ৩৩৪, ৩৪১, ৩৪২, ৩৫২, ৩৫৮, ৫০৪, ৫০৬, ৫০৮, ৫০৯, ৫১০, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৩, ৪০৬, ৪১৭, ৪২০, ৪২৭, ৪২৮ ও ৪২৯ ধারায় অপরাধ মামলা বিচার্য্য ও দেওয়ানী বিচার্য্য বিষয় হলো (১) চুক্তি, রশিদ, বা দলিল বলে প্রাপ্য অর্থ আদায় (২) অস্থাবর সম্পত্তি পূনরুদ্ধার বা মূল্য আদায়ের মামলা (৩) স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে উহার দখল পূনরুদ্ধারের মামলা (৪) অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা (৫) গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা (৬) কৃষি শ্রমিকদের পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা।