স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি সড়কে সিএনজির ধাক্কায় তানভীর আহমেদ নামের ২য় শ্রেণীর ছাত্রের পা ভেঙ্গে গেছে। সে সাটিয়াজুরি গ্রামের দরবেশ আলীর পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। শনিবার সকালে ওই সড়ক দিয়ে স্কুলে আসার পথে একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। এতে তার একটি পা ভেঙ্গে যায়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।