স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ২নং পুলে বিয়ে অনুষ্টানে প্রেমিকার সাথে দেখা করতে এসে ইভটিজিংয়ের অভিযোগে সিলেট কৃষি বিদ্যালয়ের ছাত্র আলী নুর খান (২৪) ধরাশায়ী হয়েছে। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আলী নুর জানান, ৩ বছর আগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের আবু মিয়ার কন্যা ইরফাত জাহান কেয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেম গভীর থেকে গভীরে চলে যায়। গতকাল ওই সময় কেয়ার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। সকালে ফোনে কেয়া আলী নুরকে হবিগঞ্জ এসে তার সাথে দেখা করতে বলে। কেয়ার কথা মতো সে ওই সময় কমিউনিটি সেন্টারে আসে। এক পর্যায়ে বিয়ের অনুষ্টানের ফাঁকে দুজনকে কথা বলতে দেখে কেয়ার স্বজনদের সন্দেহ হলে তাকে আটক করে মারধর করে তারা নিজেই পুলিশে সোপর্দ করে। কেয়ার মামা পুলিশ সদস্য হওয়ায় তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান আলী নুর। দীর্ঘ সময় থানায় আলী নুর আটক থাকার পর কেয়া থানায় এসে পুলিশকে জানায়, সে ইভটিজিং করেনি। আমার সাথে দেখা করতে এসেছিল। পরে দীর্ঘ নাটকিতার পর রাত ১০টায় তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বিষয়টি মিমাংসা হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আজ শনিবার তার ফাইনাল পরীক্ষা আছে।