স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে দুই দল মহিলার সংঘর্ষে পুরুষসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের লাকি আক্তারের স্বামীর সাথে সুজানা আক্তারের স্বামীর বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল সুজানা ও লাকির মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় সুজানা, লাইলী, লাকি, নাজমা, কামরুল, কাছম আলী ও তরমুজ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।