মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাব উদ্দিনের শপথ স্থগিত ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে প্রেরিত বাংলাদেশ নির্বাচন কমিশনের এক পত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে মতে, গত ২৮ মে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী শহীদ মিয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন নং-৭৫৮৯/২০১৬। রিট পিটিশনটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিনের শপথ গ্রহণ স্থগিত করার জন্য আদেশ দেন। আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠি হবিগঞ্জ জেলা প্রশাসককে প্রেরণ করা হয়েছে।
রিট পিটিশনকারী বিএনপি প্রার্থী শহীদ মিয়ার আগে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া হাইকোর্টে শাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে একটি রিট পিটিশন দায়ের করেন। যার নং-৭০২৬/১৬ ইং।
উল্লেখ্য যে, ওই দিন নির্বাচনী ফলাফলে শাহাব উদ্দিনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হলে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন ফতেগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেেেন্দ্রর ভোট পুনঃরায় গণনার দাবি জানান। এ নিয়ে ওই কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ৯৭রাউন্ড গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। শাহাব উদ্দিনের শপথগ্রহণ স্থগিতের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত তিনি চিঠি পাননি।