বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মোহাম্মদপুর ওরফে বড় সড়ক গ্রামে। আটককৃত ব্যক্তি ওই গ্রামের আছির উল্বার ছেলে মনর উদ্দিন (৫৫)। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে দক্ষিণ নন্দীপাড়া গ্রামের হাজ্বী আঃ রহিম মিয়ার বাড়ী রকম ভূমিতে রোপনকৃত আকাশী জাতের ৮টি গাছ ছুরি করে নিয়ে যায় মনর উদ্দিন। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। বিষয়টি জানতে পেরে গতকাল বানিয়াচং থানায় হাজ্বী আঃ রহিম মিয়ার পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ উজ্জ্বল মিয়া। অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামান ওই গ্রামে অভিযান চালিয়ে মনর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনর উদ্দিন গাছ কেটে নেয়ার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে মনর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।