প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র মদিনা শরীফ ও শোলাকিয়া ঈদগাহে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আহবান আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের। সাম্প্রতিক সময়ে মাহে রমজান মাসে বিশ্বের সকল মুসলমানের কাছে অতীব পবিত্র স্থান মদিনা শরীফে, ঈদের দিনে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ও দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ এর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের উদ্দেশ্যে পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ এশা হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে মাওঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে জেলা সদরের সকল মসজিদের খতিববৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওঃ গোলাম সারওয়ার আলম, মুফতি মাওঃ আব্দুল মজিদ, শাহী ঈদগাহের খতিব মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মাওঃ কাজী এম এ জলিল, মাওঃ মুফতি আলমগীর হোসাইন, মাওঃ কাজী নাজমুল হোসেন, মাওঃ সৈয়দ আজহার আহমদ, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, সুপার মাওঃ খাইরুদ্দিন, হাফেজ এবাদুল হক চৌধুরী, মাওঃ কাজী এম এ করিম, মাওঃ তৈয়ব আলী, মাওঃ আব্দুল মালিক কাদরী, মাওঃ নাসির উদ্দিন আখঞ্জী প্রমুখ। বক্তাগণের দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়, আগামী ২২শে জুলাই শুক্রবার বাদ জুম্মা চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হবে এবং শহরের অন্যান্য মসজিদ থেকে খতিবগণ মুসল্লিয়ানদের নিয়ে উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। উক্ত পরামর্শ সভায় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেন, পবিত্র মদিনা শরীফে হামলা করে সন্ত্রাসীরা সারা বিশ্বের সকল মুসলমানদের অন্তরে আঘাত করেছে। এর প্রতিবাদ জানানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। সন্ত্রাসীরা ইসলামের নামে যে কর্মকান্ড ঘটাচ্ছে তা ইসলাম কখনো সমর্থন করে না। তিনি আগামী শুক্রবার বাদ জুম্মার বিক্ষোভ সমাবেশে হবিগঞ্জের সর্বস্তরের মুসলমানগণকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান।