প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক কৃতি ফুটবলার, আলী হোসেন শিল্পি গোষ্ঠির সম্মানিত সদস্য সদ্য প্রয়াত লিমন মিয়ার স্বরণে কাজীগঞ্জ বাজার আলী হোসেন শিল্পি গোষ্ঠি কতৃক আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলী হোসেন শিল্পি গোষ্ঠির নিজস্ব কার্যালয়ে আলী হোসেন শিল্পি গোষ্ঠির সভাপতি শেখ আবুল বাশারের সভাপতিত্বে, উস্তাদ মোঃ এখলাছুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ডাঃ নজরুল ইসলাম খোকন, সাংবাদিক আবু তাহের, শিল্পি মোছাঃ ছোনিয়া আক্তার ভান্ডারী, শিল্পি ছায়মা আক্তার , শিল্পি মাহিন সরকার, শাহ আবুল ফজল, শাহ জাকির হোসেন, মোঃ রুয়েব মিয়া, মোঃ কাশেম, শিহাব আহমদ,শাহ আলম, আঃ মালিক, ধনু সরকার, মোঃ আঃ কাদির ভান্ডারী, হাফিজ মিয়া, চাঁনফর মিয়া, জায়েদ আহমদ, ইকবাল হোসেন, আজাদ মিয়া, নূর ইসলাম, রিপন মিয়া প্রমূখ। আলোচনায় সদ্য প্রয়াত লিমন মিয়ার আত্ত্বার মাঘফেরাত কামনা এবং শোক সম্রান্ত পরিবারের প্রতি সম-ব্যাধনা জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।