বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জের ৯ ব্যক্তি সিলেট কেন্দ্রীয় কারাগারের ফাঁসির প্রহর গুনছেন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৪২০ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ সিলেট কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্টে ফাঁসির প্রহর গুনছেন হবিগঞ্জের ৯ জনসহ ৩১ ফাঁসির আসামি। যারা পৃথক মামলায় বিভিন্ন সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসির সেলে কাটছে তাদের জীবন। নিম্ন আদালত থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত এসব কয়েদিদের মামলার আপিল চলমান রয়েছে উচ্চ আদালতে। এখন তারা উচ্চ আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন। দন্ডপ্রাপ্তদের বেশিরভাগই হত্যা মামলার আসামী। অন্যরা ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত। এ কারাগারে ফাঁসির সেলে থাকা কয়েদির মধ্যে রয়েছেন শিশু রাজন ও আবু সাঈদ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরাও। ফাঁসির আসামিদের মধ্যে মৃত্যুর প্রহর গুনছেন হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়ার পাবেল আহমদ (২৭), সদর উপজেলার রায়ধরের আব্দুর রউফ মোল্লা (৩৫), আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের ফয়ছল মিয়া (২৩), সদর উপজেলার বনগাঁওয়ের আব্দুল খালিক (৩৮), বানিয়াচংয়ের ত্রিকরমহল্লা গ্রামের আব্দুর রশিদ (৩২), একই উপজেলার আগুয়া গ্রামের রেনু মিয়া (৬৫), একই গ্রামের আলী হায়দার (৬৫) ও হাবিব মিয়া (৪৩), তুপিয়াজুড়ি গ্রামের আব্দুল আহাদ (৭২), একমাত্র মহিলা কয়েদি ফাতিহা মাশকুরা (৪০)। তিনি সিলেট নগরীর সওদাগরটুলা নিজ বাসায় স্বামী ইবরাহিম খলিলকে হত্যা করেন। এ মামলায় চলতি বছরের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ তার মৃত্যুদন্ডাদেশ দেন। এ ছাড়া ফাঁসির সেলে মৃত্যুর প্রহর গুণছেন শিশু রাজন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কামরুল ইসলাম ওরফে কামরুল (৩০), তাজ উদ্দিন বাদল (১৯), সাদিক আহমদ ওরফে বড় ময়না (২৮)। এরা সবাই বৃহত্তর সিলেটের বাসিন্দা। তারা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার নভাগ গ্রামের লেচু মিয়া (৩৯), একই গ্রামের মুজিব আলী (৫০) ও খতিরা গ্রামের ফজর আলী (৩৫), জকিগঞ্জের আজর গ্রামের নেজাম উদ্দিন (৬৭) ও সমানীনগরের আনোয়ারপুরের নুরুল ইসলাম রাকিব (২৬), গোলাপগঞ্জের ঘোষগাঁওয়ের কলা মিয়া (৩৯) সহ ৩১ জন।
সিলেট কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বলেন, ফাঁসির আসামি প্রায় সময়ই কম-বেশি হয়। তবে গত বুধবার পর্যন্ত কারাগারে ৩১ জন ফাঁসির আসামি রয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, ফাঁসির দন্ডপ্রাপ্ত এসব আসামির প্রত্যেকের মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। আপিলে নিম্ন আদালতের রায় বহাল থাকলে পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিার আবেদনের সুযোগ পাবেন তারা।
এর আগে গত বুধবার (১৩ জুলাই) প্রথম প্রহরে সিলেট কারাগারে প্রতিবেশীকে হত্যা মামলায় চুনারুঘাটের চা শ্রমিক মাকু রবি দাশের মৃত্যুদন্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com