প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও নবীগঞ্জ-বাহুবল আসনে জাতীয় পার্টির মনোয়ন প্রত্যাশী আব্দুল হামিদ চৌধুরীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল বুধবার জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ দিকে হামিদ চৌধুরী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তিনি দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহা-সচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় নবীগঞ্জ-বাহুবলের সর্বস্তরের জনগণ ও জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, আব্দুল হামিদ চৌধুরী দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ পদে অধিষ্ঠিত করা হয়েছে।