মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দু’শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ৬ ক্ষুদ্র ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেন। উচ্ছেদ অভিযানে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ওসি তদন্ত কে.এম.আজমিরুজামান, পৌর সচিব ইসহাক ভূইয়াসহ সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন।