নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মোটরসাইকেল চাঁপায় বাগাউড়া গ্রামের নিহত আফিয়া বেগম (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার সন্ধায় আফিয়া বেগম বাড়ির সমানে রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাঁপা দেয়। এতে আহত হন আফিয়া বেগম। তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। গতকাল সন্ধ্যায়র নিজ বাড়িতে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের টিটু দাশ একটি মোটরসাইকেলযোগে আরও দুইজন যাত্রী নিয়ে মার্কুলী যাচ্ছিলেন। পথিমধ্যে আফিয়াকে চাঁপা দেয়। এতেই আফিয়ার মৃত্যু ঘটে। দুর্ঘটনার সাথে সাথে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। বর্তমানে সাইকেলটি গ্রামবাসীর জিম্মায় রয়েছে।