স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের এনামুলের সাথে একই গ্রামের মকদ্দছ মিয়ার জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দুইজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংগর্ষে আহত মাদ্রাসা ছাত্র আফসর মিয়া (১৫), হাফিজুর (১৮), এনামুল হক (২২), হামিদুল হক (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীধৈর চিকিৎসা দেয়া হয়েছে।