স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুর সাথে লড়ছেন। তার কোন আত্মীয় স্বজন না আসায় হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে ঔষধপত্র কিনতে পারছেন না।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই জন লোক তাকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে ঔষধ আনার কথা বলে চলে যায়। এ সময় তারা খাতাতে এন্টি করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধ আহত হয়েছেন। এরপর থেকে তাদেরকে আর পাওয়া যায়নি। নিরূপায় হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুরুষ সার্জারী ওয়ার্ডের মেঝেতে রাখেন। কিন্তু হাসপাতাল থেকে কোন ঔষধপত্র দেয়া হচ্ছে না। রাত ৯টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছেন।