স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বাঘজোড় গ্রামে ডাকাতের গুলিতে উজ্জল মিয়া (২০) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত ওই গ্রামের গ্রীস প্রবাসী হোসেন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের বারান্দার গ্রীল কাটার চেষ্টা করলে গৃহকর্তা হোসেন মিয়া জেগে উঠেন। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে হোসেনকে বারান্দার গেটের তালা খুলে দিতে হুমকি দেয়। এতে কর্ণপাত না করে হোসেন শোর চিৎকার শুরু করলে পাশের বাড়ির ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৮) ও উজ্জল মিয়া (২০)সহ আশেপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল শর্ট গানের গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এতে উজ্জল মিয়া পায়ে গুলিবিদ্ধ হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে।