স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বিদ্যুতপৃষ্ট হয়ে আতর আলী (২৬) নামের এক যুবক মৃত্যুপথযাত্রী। সে ওই গ্রামের আমির হোসেনের পুত্র। গহকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, আতর আলী স্নœানঘাট বাজারের একটি দোকানে বিদ্যুতের কাজ করতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে সে বিদ্যুতপৃষ্ট হয়। মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।