নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশাল মোটরসাইকেল শো-ডাউন দিয়ে নেতাকর্মীরা নব- নির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুছাকে বরণ করে নিল। নবীগঞ্জের কুশি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা গতকাল বুধবার বিকালে ঢাকা-সিলেট মহা-সড়কের আউশকান্দিতে এসে পৌছুলে তাকে স্বাগতম জানাতে নবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগতম জানিয়ে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আউশকান্দি মহা-সড়ক হয়ে কুর্শি, বাংলাবাজার ও নবীগঞ্জ প্রদক্ষিণ করে তার নিজ বাড়িতে গিয়ে এক পথ সভায় মিলিত হন। কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উজ্জল আলী সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা রাজু আহমদ, শুভ, রাফিজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান সেলিম, সাধারন সম্পাদক মনু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন আহমদ সরদার, কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক সালমান আহমদ, ছাত্রলীগ নেতা শিপন সরদার, সাগর খাঁন, কাওছার আহমদ, জাকির হোসেন, সাজু আহমদ, কামাল আহমদ, আলী হোসেন, শিপন আহমদ, কাসেম আহমদ, মুন্না, তুফায়েল, মখবুল হোসেন, মজনু, সৈয়দ বদরুল প্রমূখ।