স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে নারায়নগঞ্জ থেকে মাধবপুরে এসে ধর্ষিতা হয়েছে এক গৃহবধু। জানা যায়, ৬ মাস আগে মোবাইলের রং নম্বরের সূত্র ধরে নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানার ভৈরব গ্রামের বাসিন্দা নার্গিস আক্তার (৩৩) নামের ওই গৃহবধুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাধবপুর উপজেলার পশ্চিম বাজারের সুজনের। গত সোমবার প্রেমের টানে ওই গৃহবধু মাধবপুরে সুজনের বোনের বাড়িতে আসে। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে সুজন নার্গিসের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সুজন পালিয়ে যায়। গতকাল বুধবার দুপুরে নার্গিস হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।