স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ছাতিয়ান বাজারের পাল ট্রেডার্সের গোডাউন থেকে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আকিজ বিড়ি একটি প্রতিনিধি দল ছাতিয়ান বাজারের ব্যবসায়ী বিপ্লব পালের মালিকাধীন পাল ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। এ সময় প্রতিনিধি দল গোডাউন থেকে বিপুল পরিমান নকল বিড়ি উদ্ধার করে। পরে বিড়িগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত কোম্পানির প্রতিনিধি মোঃ মনসুরুল আরিফ, মোঃ আশরাফ সিদ্দিকী, মতিউর রহ মান মাসুদ, জাকির হোসেন, মনির হোসেন। আকিজ বিড়ি কোম্পানীর প্রতিনিধি মোঃ আশরাফ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে বিপ্লব পাল নকল বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে আমরা তার দোকানের ঘোডাউনে তল্লাসী চালিয়ে নকল বিড়ি উদ্ধার করি। পরে সেগুলো পুড়িয়ে ফেলি। তিনি বলেন, নকল প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।