স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় জহিরুল (২৫), মনা মিয়া (২০), হাসান আলী (৫২), মাসুম (১৮), দরবেশ আলী (৩৫), বারিক (১২) ও বাবুল মিয়া (৪৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টায় জহিরুলের সাথে একই গ্রামের দরবেশ আলীর পুর্ব বিরোধ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।