’নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর উপজেলার কামরাখাইর গ্রামের নবনির্বাচিত মেম্বার কর্তৃক যুবতীর শ্লীলহানির অভিযোগে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (চেয়ার ৫২/১৬)। মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা নারী জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাইর গ্রামের বাসিন্দা নিরীহ সজিদ মিয়ার স্ত্রী শেফা বেগম (৩২)। প্রতিদিনের মত গত ৫জুলাই নিয়মিত রান্নার কাজ সেরে সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন। তখন তার স্বামী মসজিদে নামাজে ছিলেন। সেই সুযোগে নব-নির্বাচিত মেম্বার মাহমুদ মিয়া এবং নজরুল ইসলাম মিলে শেফাকে বলে। তখন শেফা আপত্তি করলে শেফার উপর ক্ষুব্ধ হয়ে মনিরুল ইসলাম (৪২), মাহতাব উদ্দীন (৪৫), মিজানোর রহমান (২৬), আজিজুর মিয়া (২৮), এমরান (২৩), জয়নাল (২২), আনছার (২০) মিলে শেফার ঘরে আক্রমন চালায়। তখন ঘরে অবস্থানরত শেফার যুবতী মেয়ে (দশম শ্রেনীর ছাত্রী) তানিয়ার উপর লম্পঠ মাহমদ মিয়া শ্লীলহানিতা করার জন্য চেস্টা চালায়। শেফা এবং তানিয়ার বৃদ্ধা নানী লম্পট মাহমদ মিয়ার হাত থেকে বাচাঁতে গেলে তার সাথে থাকা তার বাহিনীর অপর সদস্যরা আক্রমন করে শেফা এবং তানিয়াকে দেশিও অশ্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। তাদের নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মাহমুদ মিয়া মামলা উঠিয়ে আনার জন্য নিরিহ শেফার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। মাহমদ মিয়ার ভয়ে শেফা বেগম তার পরিবার নিয়ে আত্বগোপনে আছে।সরজমিনে জানা যায়, তাদের বিরোদ্ধে আরও কয়েকটি হাঙ্গা দাঙ্গামার মামলা রয়েছে।