প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউপি নির্বাচনের দলীয় মনোয়ন প্রত্যাশীদের নিকট থেকে অনৈতিকভাবে আদায় করা ১ লাখ ৪০ হাজার টাকা দলীয় ফান্ডে জমা দেওয়ার জন্য বিএনপি হবিগঞ্জ সদর থানা শাখার সাধারণ সম্পাদক এনামুল হককে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। দলের সদর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী পক্ষে লিগ্যাল নোটিশটি দেন আইনজীবী হেলাল মিয়া।
নোটিশে বলা হয়, বিগত ৪ জুন অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে দলীয় নির্দেশনা না থাকা সত্বেও দলীয় মনোনয়ন প্রত্যাশী ৯টি ইউনিয়নের ২৮ জন প্রার্থীর নিকট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়। ওই টাকা দলের সাধারণ সম্পাদক মোঃ এনামুর হক এর নিকট জমা রাখা হয়। কিন্তু ওই টাকা দলীয় ফান্ডে জমা দেওয়া হয়নি। এমনকি টাকার হিসেব নিকেশ দাখিলের জন্য কোন সভা আহবান করা হয়নি। নোটিশ গ্রহীতা এনামুল হককে বার বার অনুরোধ করা সত্বেও তিনি বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করছেন। নোটিশে ১৫ দিনের মধ্যে আদায়কৃত টাকা দলীয় ফান্ডে জমা দিয়ে হবিগঞ্জ সদর থানা বিএনপির কার্যকরী কমিটির সভা আহবান করে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।