স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, জঙ্গিবাদ দমনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের এগিয়ে এসে ভূমিকা রাখতে হবে। জঙ্গীবাদের মতো ধবংসাত্মক কর্মকান্ডের কুফল সম্পর্কে ক্লাসে শিক্ষার্থীদেরকে জানাতে হবে। তাহলেই বাংলাদেশকে জঙ্গিদের থাবা থেকে রা করা সম্ভব। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে বার্ষিক “জাগরণ” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, মানুষ হত্যা করে ইসলাম কায়েম করার কথা কোথাও লেখা নেই। কিন্তু একটি কুচক্রী মহল উঠতি বয়সী যুবকদের ভুল বুঝিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজে জড়িয়ে নিচ্ছে। এতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যসহ জনসাধারণের প্রাণহানীর মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বস্তরের জনগণকে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল আলমগীর খন্দকারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিকবৃন্দ বক্তব্য রাখেন।