স্টাফ রিপোর্টার ॥ ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরে শোক র্যালি করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে স্থানীয় বিডিহল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত শোক সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবুল হাসিম, ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি ও জেলা বিএনপির সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, তাতীদল আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিন, জেলা বিএনপি নেতা ইমতিয়াজ আব্দুল্লা কয়েস, কেন্দ্রীয় ছাত্রদল সদস্য ও জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদল নেতা খোকন শাহী ধনু, লোকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রিচি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা শ্রমিকদল সভাপতি সোহেল এ চৌধুরী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কয়ছর আহমেদ শামীম, হেলাল আহমেদ টিপু, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুণ, শেখ মিজান, সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুহিদুল হক সুজন, কামাল আহমেদ, তারা মিয়া, লিটন সরকার, আব্দুল আজিজ, জুবায়ের আহমেদ, শিহান আহমেদ, সাইদুর হক রুবেল, মোশাহিদ আলম, মিজানুর রহমান, আলাউদ্দিন, আহম্মেদ মিয়া, শেখ রাসেল, শুভ, প্রমূখ।
বক্তাগণ বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যে’র আহ্বানে সাড়া দিয়ে জঙ্গীবাদ দমনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।