স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলার পলাতক আসামী হোসেন আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার বিশ্রাবন গ্রামের মোবারক আলীর পুত্র। গত সোমবার সন্ধ্যায় চুনারুঘাট থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২ লাখ টাকা আত্মসাতসহ চেক ডিজঅনার মামলায় পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাত করে। এমনকি সে বিদেশ পালিয়ে যাওয়ার পায়তারা করছিল। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।