মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের সুরমা গ্রামের মটর মেকানিক্স শিবু সরকার হত্যা মামলার ৪আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল সুরমা গ্রামের নারায়ন সরকার (২৫), সুবোধ সরকার (৪০), প্রদিপ সরকার (৫০) ও জয়ন্ত সরকার (২৮)। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার মৈত্র সুরমা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুরমা গ্রামের অনিল সরকারের ছেলে মটর মেকানিক্স শিবু সরকারকে গত ৫ জুলাই থেকে খোজে পাওয়া যাচ্ছিল না। গত ৯ জুলাই কাটিঙ্গা হাওর থেকে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিবু সরকারের ভাই নিবু সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।