রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌর সভার উদ্যোগে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০১৬ বাস্তবায়নে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অদিতি রায়, পৌর সচিব ইসহাক ভূইয়া, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর ফুলকলি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মির্জা সাইফুল হক, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, কাউন্সিলর অজিদ কুমার পাল, আবুল বাশার, বাবুল হোসেন, ইশরাত জাহান ডলি প্রমূখ। সভায় কাউন্সিল, শিক্ষক, স্বেচ্ছাসেবী, মাঠকর্মী ও সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।