প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মিছিল করেছে কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই মিছিলে শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে কলেজ ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বৃন্দাবন কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।