এক্সপ্রে ডেস্ক ॥ আপনার স্বামী বা স্ত্রী যদি প্রতারণার আশ্রয় নেয় তাহলে কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিতে পারেন তার অন্য কোন সম্পর্ক গড়ে উঠেছে কি না। সংসারের সাধারণ আচরণ পরিবর্তন হলেই বুঝতে হবে আপনার সঙ্গী কোন কিছু লুকাচ্ছে। যে কয়েকটি লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে ঃ
স্বল্প যোগাযোগ ঃ হঠাৎ করে যদি দেখেন আপনার সঙ্গী আর আগের মত যোগাযোগ রাখছে না অথবা ফোন করলে বেশিক্ষণ কথা না বলে দ্রুত ফোন কেটে দিচ্ছে, তাহলে ধরে নিতে হবে আপনার সঙ্গীর অন্য কোথাও সম্পর্ক তৈরি হয়েছে বা হতে যাচ্ছে।
গোপনে ফোন ধরা ঃ আপনার সঙ্গী এতদিন আপনার সামনেই সব ফোন ধরত, কিন্তু এখন যদি দেখেন কিছু কিছু ফোন এলে তা ধরতে একটু দূরে চলে যাচ্ছেন তাহলে বুঝতে হবে এখানে গোপন কিছু আছে।
পছন্দের পরিবর্তন ঃ আপনার সঙ্গী আগে যেসব জিনিস পছন্দ করতেন হঠাৎ দেখলেন তার পছন্দ পরিবর্তন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তিনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পছন্দ পরিবর্তন করেছেন।
ঘরের বাহিরে বেশিক্ষণ কাটানো ঃ আপনার সঙ্গী যদি হঠাৎ করেই অফিসে বেশি বেশি ওভারটাইম শুরু করেন এবং প্রায়ই দেরি করে বাসায় ফিরেন তাহলে মনে করতে হবে অন্য সম্পর্কে জড়িয়েছেন তিনি।
মিলনে অনিচ্ছা ঃ আপনার সঙ্গী যদি হঠাৎ করেই আপনার সঙ্গে শারীরিক মিলনে আগ্রহ হারিয়ে ফেলেন অথবা শারীরিক মিলনের ধরণ পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে তিনি অন্য কারো প্রভাবে আছেন।
বিছানায় অন্য কারো নাম বলা ঃ আপনার সঙ্গী যদি অন্য কোন সম্পর্কে থাকে তাহলে অবচেতন মনে তার নাম ধরে ডাকতে পারে, বিশেষ রাতে বিছানায় আপনার সঙ্গে মিলনের সময় অথবা ঘুমের ঘোরে তার প্রিয়জনের নাম ধরে ডাকতে পারে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া