প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটেনের বাঙালী কমিউনিটির আন্দোলন সংগ্রাম এর অগ্রসৈনিক প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি লিডার লেখক ও কলামিস্ট চৌধুরী আহমেদ সুহেল কবীর (সি এস কবীর) গত ৫ জুলাই লন্ডন এর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
গত ৭ জুলাই ব্রিকলেইন জামে মসজিদে নামাজে জানাজা শেষে লন্ডন গার্ডেন অফ পীস কবরস্থানে তাহাকে দাফন করা হয়েছে। জাস্টিস ফর বাংলাদেশ জেনেসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার ও ওয়েলস আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ লেখক ও কলামিস্ট কমিউনিটি লিডার সি এস কবীর এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।