স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল সড়কে অবস্থিত মধুবন রেস্তোরায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরার সূত্র ধরে পুলিশ রণি আহমেদ (২০) নামের এক চোরকে আটক করেছে। সে শহরতলীর বহুলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র। এ ঘটনায় মধুবনের মালিক আলমগীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলা বিবরণে প্রকাশ, ঈদের দিন রাতে মধুবন রেস্তোরায় প্রবেশ করে ক্যাশ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল চুরি করে নিয়ে যায় রনিসহ একদল চোর। বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে রনিকে সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ আটক করে।