রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, স্ত্রী শাহিনা হাসান ও প্ত্রু মাশায়েখ হাসান সমুদ্র সহ আগামী ১৩ জানুয়ারী হবিগঞ্জ সফরে আসছেন। শনিবার রাতে মাহমুদ হাসান এ প্রতিবেদককে হবিগঞ্জে তার আসার খবর জানিয়ে বলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক থাকতে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও গণমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার সাধারন মানুষের যে সহযোগিতা ও ভালবাসা পেয়েছেন তা ভুলার নয়। তিনি চাকুরী জীবনে প্রথম হবিগঞ্জে জেলা প্রশাসক দায়িত্ব নিয়ে এমন ভালবাসা পেয়ে মুগ্ধ। সফরকালে তিনি জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। অন্যদিকে জেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার সাধারন মানুষের সঙ্গে কুশল বিনিময় করা ছাড়াও এ প্রতিবেদকের বাসায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন।