স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের তকবাজখানি গ্রামে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষ হয়। এলাকাবাসী জানান, ওই গ্রামের ছদরুল আলীর সাথে প্রতিবেশী কদ্দুছ মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ছদরুল আলী (৩৫), আলী আহমেদ (৫০), আকিরুন্নেছা (১২)কে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং কদ্দুছ মিয়াসহ অন্যান্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।